বুধবার, ৩০ নভেম্বর, ২০১১





টিপস

ইউটিউব, ফেসবুক অথবা অন্য ওয়েবসাইটে ভিডিও সহজে দেখা গেলেও ভিডিও নামানোর সহজ কোনো উপায় থাকে নাভিডিও ডাউনলোডার সফটওয়ার ব্যবহার করে তখন ভিডিওটি নামাতে হয়এমনি একটি সফটওয়ার ফ্রিমেক ভিডিও ডাউনলোডারইউটিউব, ফেসবুক, মেটাক্যাফেসহ অর্ধশতাধিক জনপ্রিয় ওয়েবসাইট থেকে এর মাধ্যমে ভিডিও নামানো যায়এতে ভিডিওকে AVI, MKV, MP3 ইত্যাদি ফরম্যাটে রূপান্তর করার সুবিধাও রয়েছেসফটওয়ারটি http://www.freemake.com/free^video^downloader ঠিকানা থেকে নামানো যাবে



সহজে অনলাইন রেডিও রেকর্ডিং

আমরা যাঁরা ইন্টারনেট ব্যবহার করি, সবাই অনলাইন রেডিও শুনি; কিন্তু তা রেকর্ড করা যায় নাএকটি সহজ উপায়ে রেকর্ড করা যায়প্রথমে http://t.co/6ukiR74 ঠিকানা থেকে একটি সফটওয়্যার নামিয়ে রান করতে হবেShow Mixe Window-তে ক্লিক করে Recording Device-এ অডিও ইনপুট সিলেক্ট করুনতারপর Recording Mixer-এ Stereo Mix সিলেক্ট করুন এবং সবশেষে Record বাটনে ক্লিক করুন তারপর ইন্টারনেট ব্রাউজারে গিয়ে যে স্টেশন প্লে করবেন, সেটি রেকর্ড হবে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন