বুধবার, ৫ অক্টোবর, ২০১১


সহজে অনলাইন রেডিও রেকর্ডিং

আমরা যাঁরা ইন্টারনেট ব্যবহার করি, সবাই অনলাইন রেডিও শুনি; কিন্তু তা রেকর্ড করা যায় নাএকটি সহজ উপায়ে রেকর্ড করা যায়প্রথমে http://t.co/6ukiR74 ঠিকানা থেকে একটি সফটওয়্যার নামিয়ে রান করতে হবেShow Mixer Window-তে ক্লিক করে Recording Device-এ অডিও ইনপুট সিলেক্ট করুনতারপর Recording Mixer-এ Stereo Mix সিলেক্ট করুন এবং সবশেষে Record বাটনে ক্লিক করুন তারপর ইন্টারনেট ব্রাউজারে গিয়ে যে স্টেশন প্লে করবেন, সেটি রেকর্ড হবে




1 টি মন্তব্য: